মাতৃভূমির ধাঁচে শহরে এবার মহিলা স্পেশাল বাস,থাকবে মহিলা কন্ডাক্টর! অনুপ্রেরণায় সেই 'দিদি'
মাতৃভূমির ধাঁচে শহরে এবার মহিলা স্পেশাল বাস,থাকবে মহিলা কন্ডাক্টর! অনুপ্রেরণায় সেই 'দিদি'
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-28.jpg
তিনি রেলমন্ত্রী থাকাকালীন চালু করেছিলেন মাতৃভূমি লোকাল! সেই নিত্য লোকাল এখন হুড়মুড়িয়ে চলছে। শুধু তাই নয় মহিলাদের শহরতলি থেকে নিরাপদে আসা-যাওয়ার জন্য ভরসা এই মাতৃভূমি লোকাল। এবার সেই মাতৃভূমির ধাঁচে কলকাতার বুকে চালু হচ্ছে লেডিজ স্পেশাল বাস। জানা গিয়েছে শহরের বুকে এই বাস পরিষেবা চালুর পিছনে হাত রয়েছে সেই দিদিরই। রাজ্য পরিবহণ দপ্তরের তরফে জানা গিয়েছে,মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত থাকার কথা পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল এবং পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্রের। রোজ সকালে হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ। লোকাল ট্রেনে চড়ে রোজ শহরে আসা হাজার হাজার মহিলার দ্রুত অফিস, স্কুল-কলেজে […]
আরও পড়ুন মাতৃভূমির ধাঁচে শহরে এবার মহিলা স্পেশাল বাস,থাকবে মহিলা কন্ডাক্টর! অনুপ্রেরণায় সেই 'দিদি'
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম