দলিত বলেই কি প্রোটেম স্পিকার নন সুরেশ? তুঙ্গে তরজা
দলিত বলেই কি প্রোটেম স্পিকার নন সুরেশ? তুঙ্গে তরজা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-12-1.jpg
স্পিকার পদ নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এরমধ্যে এবার প্রোটেম স্পিকারকে নির্বাচিত করা নিয়ে ফের তরজায় জড়াল শাসক-বিরোধী জোট। বিরোধীদের পছন্দের প্রার্থী কে সুরেশ দলিত হওয়ার জন্যই তাঁকে স্পিকার পদে দেখতে চায় না মোদী সরকার। এমন অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। কেরলের কংগ্রেসের সাংসদ কে সুরেশ। কেরলের দলিত সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করেন তিনি। এবার নবগঠিত লোকসভায় কে সুরেশকেই প্রোটেম স্পিকার পদে চেয়েছিল বিরোধীরা। কিন্তু তাঁর পরিবর্তে প্রোটেম স্পিকার পদে বসেন ওড়িশার বিজেপি নেতা ভর্তৃহরি মহতাব। তাই মোদী সরকার চায় না কোনও দলিত প্রোটেম স্পিকার পদে বসুক। এই মর্মেই বিরোধিতার সুর চড়িয়েছে কংগ্রেস। পাশাপাশি এই ইস্যুতে কংগ্রেস পাশে পেয়েছে […]
আরও পড়ুন দলিত বলেই কি প্রোটেম স্পিকার নন সুরেশ? তুঙ্গে তরজা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম