মমতা যেন বাস্তবের 'নায়ক' সিনেমার প্রতিচ্ছবি! বকুনির আড়ালে কি 'খেলা হবে'?
মমতা যেন বাস্তবের 'নায়ক' সিনেমার প্রতিচ্ছবি! বকুনির আড়ালে কি 'খেলা হবে'?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-24-at-6.40.06-PM-1.jpg
আদিত্য ঘোষ, কলকাতাঃ ক্যামেরার সামনে দীর্ঘ এক ঘণ্টা ধরে বকাবকি করলেন। নিজের দলের নেতা মন্ত্রীকে তথা পুরপ্রধানদের একদম বেকায়দায় ফেললেন তিনি। লোকসভা ভোটের পরে নবান্ন সভাগৃহে তিনি রিভিউ মিটিং করে কার্যত দলের নেতামন্ত্রীদের যে হুঁশিয়ারি দিলেন সেটা ঘাসফুলের সরকারের আমল ছাড়া আর কোনও সরকার করেছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। নয়ত নিজের দলেরই ফাঁকফোঁকর ক্যামেরার সামনে তুলে ধরে কী লাভ করলেন তিনি? প্রশ্ন উঠেছে। কাঁটাছেড়া শুরু হয়েছে। শুধু তাই নয়, দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দলের ভিতরে তৈরি হয়েছে ক্ষোভ। ক্যামেরার সামনে এই বকাবকি নাকি গায়ে লেগেছে অনেক নেতামন্ত্রীদের। আপাতত তৃণমূলের এক পৌরপ্রধানের বক্তব্য থেকে তেমনই ইঙ্গিত পাওয়া […]
আরও পড়ুন মমতা যেন বাস্তবের 'নায়ক' সিনেমার প্রতিচ্ছবি! বকুনির আড়ালে কি 'খেলা হবে'?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম