বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

কেন রাজভবনে গিয়ে শপথে নারাজ সায়ন্তিকা-রেয়াতে? নবান্নে বসে বিস্ফোরক মমতা

কেন রাজভবনে গিয়ে শপথে নারাজ সায়ন্তিকা-রেয়াতে? নবান্নে বসে বিস্ফোরক মমতা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/sayantika-and-reyat-hossen-dharna.jpg
চিঠি চালাচালিতেই উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ জট অব্যাহত। রাজভবনে এসে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেতায় হোসেন শপথ নিন, চাইছেন রাজ্যপাল আনন্দ বোস। কিন্তু, রাজভবনে ঢুকতে নারাজ এই দুই জয়ী প্রার্থী। বদলে বিধানসভাতেই স্পিকারের কাছে শপথবাক্য পাঠ করতে আগ্রহী সায়ন্তিকারা। রাজ্যপালের পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না শুরু করেছেন সায়ন্তিকা ও রেয়াত। এসবের মধ্যেই দলের জয়ী দুই জয়ী প্রার্থীর শপথ-ইস্যুতে নবান্নে বসে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে বৃহস্পতিবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই একফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের দুই বিধায়ক জেতার পর এক মাস ধরে বসে আছে। শপথ নিতে পারছে না। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। […]


আরও পড়ুন কেন রাজভবনে গিয়ে শপথে নারাজ সায়ন্তিকা-রেয়াতে? নবান্নে বসে বিস্ফোরক মমতা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম