রবিবার, ৩০ জুন, ২০২৪

তিনে তিন, মেসিকে মাঠে না নামিয়েও জিতল Argentina

তিনে তিন, মেসিকে মাঠে না নামিয়েও জিতল Argentina
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Argentina-Copa-America-2024.jpg
লিওনেল মেসিকে (Lionel Messi) ছাড়াই তিন ম্যাচে জিতে ‘এ’ গ্রুপ শেষ করেছে আর্জেন্টিনা (Argentina)। আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের প্রতিটিতে বদলি খেলোয়াড় হিসেবে গোল করার পর ২০২৪ কোপা আমেরিকায় এবার শুরুতে নেমেই গোল পেলে লাউতারো মার্টিনেজ। পেরুর বিরুদ্ধে দু’টি গোল করেছেন তিনি। এই ম্যাচে মারিয়া ও লাউতারো আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারি। CFL 2024: ১০ মিনিটে ৩ গোল, নৈহাটিতে ঝড় তুলল ভবানীপুর প্রথম গোলের ক্ষেত্রে অ্যাঞ্জেল ডি মারিয়ার অবদান অনেকটা। তাঁর বাড়ানো থ্রু বল অবিন্যস্ত করে দিয়েছিল পেরুর ডিফেন্সকে। সেই সুযোগকে কাজে লাগান মার্টিনেজ। প্রতিপক্ষের জালে বল পাঠাতে কোনো ভুল করেননি তিনি। পেদ্রো গালেসের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন লাউতারো। […]


আরও পড়ুন তিনে তিন, মেসিকে মাঠে না নামিয়েও জিতল Argentina

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম