Rabindranath Tagore: রবির কিরণে আলোকিত, বাঙালি মননে প্রতিদিনই ২৫ বৈশাখ
Rabindranath Tagore: রবির কিরণে আলোকিত, বাঙালি মননে প্রতিদিনই ২৫ বৈশাখ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-25.jpg
আদিত্য ঘোষ, কলকাতাঃ দেবাঞ্জলির খুব প্রিয় জায়গা শান্তিনিকেতন। দেবাঞ্জলি বলত, শান্তিনিকেতনে গেলে ওর নাকি অসম্ভব ভাল লাগত। ওর প্রিয় উপন্যাস ‘শেষের কবিতা।’ ওর প্রিয় চরিত্র অমিত এবং লাবণ্য। তবে আমাদের আর অমিত লাবণ্য হয়ে ওঠা হয়নি। আমাদের আর ফিরে যাওয়া হয়নি ‘উত্তরায়ণে’। তবুও সময় পেলেই আবারও শেষের কবিতা পড়ে ফেলি। ছুঁয়ে দেখি দারুণ সেইসব দিনগুলোকে যেখানে ছিল নিস্তব্ধতা। চুপিচুপি হেঁটে যাওয়া ঝরা পাতাদের সাক্ষী রেখে। সেই সব সন্ধেগুলোতো স্মৃতির চিলেকোঠায় তুলে রাখা যায়, খুব জোরে বলতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের কবিতা। গাইতে ইচ্ছে করে রবির গান। রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা শূন্য। রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা ভালবাসার মানেই বুঝতে পারতাম না কোনওদিন। […]
আরও পড়ুন Rabindranath Tagore: রবির কিরণে আলোকিত, বাঙালি মননে প্রতিদিনই ২৫ বৈশাখ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম