Pm Modi: বাংলায় এসে প্রচারে যা এতদিন করেননি, চমক দিতে এবার সেটাই করবেন প্রধীনমন্ত্রী মোদী
Pm Modi: বাংলায় এসে প্রচারে যা এতদিন করেননি, চমক দিতে এবার সেটাই করবেন প্রধীনমন্ত্রী মোদী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Pm-Modi-2.jpg
ভোটের প্রচারে একাধিকবার রাজ্যে আসছেন প্রধীনমন্ত্রী। তবে একটিও রোড-শো করেননি। এবার সেটাই করবেন। কলকাতায় হতে চলেছে নরেন্দ্র মোদীর রোড-শো। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রী মোদীর রোড-শো হবে উত্তর কলকাতা লোকসবা এলাকায়। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই দিন প্রায় চূড়ান্ত করে হয়েছে। মোদীর নিরাপত্তা-সহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয়েছে যাত্রাপথ। স্থির হয়েছে, আগামী মঙ্গলবার মোদীর রোড-শো শুরু হবে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে। যা শেষ হওয়ার কথা রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। তবে, কখন মোদীর রোড-শো শুরু হবে তা এখনও স্থির হয়নি বলেই খবর। জানা গিয়েছে, উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত বিবেকানন্দ রোডের সংযোগস্থলে […]
আরও পড়ুন Pm Modi: বাংলায় এসে প্রচারে যা এতদিন করেননি, চমক দিতে এবার সেটাই করবেন প্রধীনমন্ত্রী মোদী
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম