বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

Pakistan: 'ভারত চাঁদে, আর আমরা...', দিল্লির উদাহরণ টেনে নিজের দেশের নিন্দায় মুখর পাক সাংসদ!

Pakistan: 'ভারত চাঁদে, আর আমরা...', দিল্লির উদাহরণ টেনে নিজের দেশের নিন্দায় মুখর পাক সাংসদ!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/pakistan-lawmaker-sayed-mustafa-kamal.jpg
ভারতের ‘মুন মিশনে’র উদাহরণ তুলে ধরে সে দেশের বীভৎসতার তুলনা টানলেন পাকিস্তানের এক সাংসদ! পাক পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানেরঅনুন্নয়নের নিন্দায় সরব হয়েছেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান দলের সদস্য সৈয়দ মোস্তফা কামাল। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান দলের সদস্য সৈয়দ মোস্তফা কামাল। সেখানেই ভারতের সফল চন্দ্রাভিজানের কথা উল্লেখ করেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল। সেকানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘গোটা বিশ্ব আজ চাঁদে চলে যাচ্ছে। অথচ আমাদের করাচির অবস্থা দেখুন। এখানে বহু শিশু আবর্জনার স্তূপে পড়ে প্রাণ হারায়। যে মুহূর্তে ভারত চাঁদের বুকে পা রেখেছিল তার ঠিক দু’সেকেন্ড পড়ে খবর এসেছিল আবর্জনার স্তূপে একটি শিশু মারা গিয়েছে। প্রতি তিনদিনে […]


আরও পড়ুন Pakistan: 'ভারত চাঁদে, আর আমরা...', দিল্লির উদাহরণ টেনে নিজের দেশের নিন্দায় মুখর পাক সাংসদ!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম