North East United FC: আইলিগের তারকা ফুটবলারকে দলে নিতে চলেছে নর্থইস্ট
North East United FC: আইলিগের তারকা ফুটবলারকে দলে নিতে চলেছে নর্থইস্ট
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/Mayakkannan-Muthu.jpg
মরশুম ধরেই ছন্দে নেই নর্থইস্ট ইউনাইটেড (North East United FC)। শুরুতে কিছুটা লড়াকু মেজাজে দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে যায় এই ফুটবল ক্লাব। সেজন্য, পয়েন্ট টেবিলের অনেকটা নিচে চলে আসতে হয় তাদের। প্রথমদিকে বেশ কয়েকটি ম্যাচে জয় এলেও পরবর্তীতে বাড়তে অমীমাংসিত ম্যাচের সংখ্যা। পাশাপাশি দেখা দেয় চার ম্যাচ হারের জ্বালা। স্বাভাবিক ভাবেই তা হতাশ করেছিল দলের সমর্থকদের। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলনা ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সকলের। পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেশকিছুটা বদল আনা হয় দলের মধ্যে। টম জুরিক থেকে শুরু করে একাধিক ফুটবলারদের আনা হয় এই দলে। পরবর্তীতে নিজেদের […]
আরও পড়ুন North East United FC: আইলিগের তারকা ফুটবলারকে দলে নিতে চলেছে নর্থইস্ট
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম