Naihati: কোচের বাড়িতে থেকে অনুশীলন, দেশের হয়ে পদক জিততে মরিয়া খড়গপুরের মাজিদা
Naihati: কোচের বাড়িতে থেকে অনুশীলন, দেশের হয়ে পদক জিততে মরিয়া খড়গপুরের মাজিদা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Aerobic-Gymnastics.jpg
নিজস্ব প্রতিবেদন: সোনার পদক জিতে নৈহাটির (Naihati) মুখ উজ্জ্বল করেছিলেন খড়গপুরের মাজিদা খাতুন (Majida Khatun)। ১৭ বছর বয়সী মাজিদা এখন ইন্দ্রনয়ন মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী। সেই সঙ্গে শিখছেন অ্যারোবিক জিমন্যাস্টিকস। আগামী দিনে খেলতে যাবেন আন্তর্জাতিক মঞ্চে। পদক জয়ের লক্ষ্য নিয়েই বিদেশে পারি দিতে চাইছেন মাজিদা। মাজিদার বাড়ি খড়গপুরে। প্রশিক্ষক সম্রাট পাল থাকেন নৈহাটিতে। অনুশীলন করান নৈহাটি পঞ্চানন তলার নিউ অ্যাথলেটিক ক্লাবে। ২০১৮ সল্ থেকে তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন মাজিদা। পড়াশুনা সামলে ডেইলি প্যাসেঞ্জারি করে খড়গপুর-নৈহাটিতে যাতায়াত করা সম্ভব নয়। পরিবারের নেই আর্থিক স্বচ্ছলতা। কোচ সম্রাট পাল এই সমস্যার সমাধান করেছেন। তাঁর বাড়িতেই থাকেন মাজিদা খাতুন ও তাঁর মা। Komron Tursunov: […]
আরও পড়ুন Naihati: কোচের বাড়িতে থেকে অনুশীলন, দেশের হয়ে পদক জিততে মরিয়া খড়গপুরের মাজিদা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম