Mumbai City FC: গোকুলাম কেরালার তারকা ফুটবলারকে পেতে ঝাপাচ্ছে মুম্বই
Mumbai City FC: গোকুলাম কেরালার তারকা ফুটবলারকে পেতে ঝাপাচ্ছে মুম্বই
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Gokulam-Keralas-Noufal-PN.jpg
শিল্ডের বদলা আইএসএল ফাইনালে। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান দলকে পরাজিত করে আবারও খেতাব জয় করেছে মুম্বাইসিটি এফসি (Mumbai City FC)। বলতে গেলে এক মধুর বদলা। শিল্ডের ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত জয় না আসলেও এবার নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে পেট্রো ক্র্যাটকির ছেলেরা। পূর্বে ও এটিকে মোহনবাগানের বিপক্ষে আইএসএল ফাইনাল খেলেছিল মুম্বাই। সেইবার ও এসেছিল জয়। বজায় থাকলেও সেই ধারা। চ্যাম্পিয়নস লিগ না হলেও আগামী মরশুমে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে মুম্বাই। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু তরুণ ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। এক্ষেত্রে বারংবার উঠে এসেছিল আইলিগের শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালা […]
আরও পড়ুন Mumbai City FC: গোকুলাম কেরালার তারকা ফুটবলারকে পেতে ঝাপাচ্ছে মুম্বই
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম