Mamata's instructions to Dev: ঘাটালে ভোট ২৫ মে, তার আগেই দেবকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা
Mamata's instructions to Dev: ঘাটালে ভোট ২৫ মে, তার আগেই দেবকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/mamata-dev.jpg
ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটালে। হবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের ভাগ্য নির্ধারণ। তার আগে সোমবার পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল প্রার্থীকে বিশেষ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দায়িত্ব বেড়ে গেল দেবের। পাঁশকুড়ার সভায় সোমবার মমতা বলেন, ‘আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। কিন্তু নন্দীগ্রামের শহিদের মা। তাই শহিদের মা হিসাবে শহিদ সম্মান দেওয়ার জন্য পাঁশকুড়ার মানুষ তাঁর নাম প্রস্তাব করেন। তাই তিনি জিতেছেন। তিনি হয়তো সবসময় আসতে পারেন না বয়সের ভারে। কিন্তু আমরা তাঁকে শহিদের মা হিসাবে সম্মান করি। দেবকে বলব যেমন ঘাটালে খুব যায়। ডেবরা, কেশপুরে যায়। এবার থেকে ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।’ […]
আরও পড়ুন Mamata's instructions to Dev: ঘাটালে ভোট ২৫ মে, তার আগেই দেবকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম