Katwa:মৃত কিশোর বেঁচে উঠল! কাটোয়া হাসপাতালে ভূতুড়ে কাণ্ড
Katwa:মৃত কিশোর বেঁচে উঠল! কাটোয়া হাসপাতালে ভূতুড়ে কাণ্ড
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-16.jpg
হঠাৎ বেঁচে উঠল মৃত কিশোর! আবার বেঁচে উঠেও মৃতই রয়ে গেল। এক আজব কাণ্ডের সাক্ষী থাকল কাটোয়া হাসপাতাল। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে একটি কিশোরকে তাঁর বাড়ির লোকেরা জরুরী বিভাগে নিয়ে আসে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানায় যে কিশোরটি মৃত। পরিবারের লোকেরা বাড়ি নিয়ে গেলে সেই মৃত কিশোর নাকি বেঁচে উঠেছে বলে দাবি করা হয়। তাঁকে আবার হাসপাতালে নিয়ে এলে হাসপাতাল সূত্রে তাঁকে মৃত বলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর কাটোয়া শহরের ১১ নম্বর ওয়ার্ড এলাকার টালিখোলা চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা দীপ সাহা, তাঁর বয়স ১৫ বছর। দুই ছেলের মধ্যে ছোট দীপ কাটোয়া ভারতীভবন […]
আরও পড়ুন Katwa:মৃত কিশোর বেঁচে উঠল! কাটোয়া হাসপাতালে ভূতুড়ে কাণ্ড
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম