Fardin Ali Molla: মোহনবাগান অতীত, এবার মহামেডানে যেতে পারেন ফারদিন
Fardin Ali Molla: মোহনবাগান অতীত, এবার মহামেডানে যেতে পারেন ফারদিন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Fardin-Ali-Molla.jpg
গতকয়েক সিজন ধরেই অনবদ্য ফুটবল খেলে আসছেন ফারদিন আলি মোল্লা (Fardin Ali Molla)। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ থেকে শুরু করে প্রিমিয়ার ডিভিশন লিগেও অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই বাঙালি ফুটবলারের। বলতে গেলে যখনই সুযোগ পেয়েছেন সবুজ-মেরুন জার্সিতে নিজের জাত চিনিয়েছেন এই তরুন তারকা। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা ছিল ফারদিনের। তবে পরবর্তীতে দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়। অর্থাৎ গেম টাইম পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও অখুশি থাকেন এই ফুটবলার। সেজন্যই নতুন মরশুমের জন্য দল বদলের পরিকল্পনা নেওয়ার কথা শোনা যেতে থাকে। এক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি আইএসএল অন্যতম শক্তিশালী ফুটবল দল চেন্নাইন এফসির তরফ […]
আরও পড়ুন Fardin Ali Molla: মোহনবাগান অতীত, এবার মহামেডানে যেতে পারেন ফারদিন
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম