Edmund Lalrindika: বড় সুযোগ পাওয়ার পথে ইস্টবেঙ্গল বাতিল ফুটবলার
Edmund Lalrindika: বড় সুযোগ পাওয়ার পথে ইস্টবেঙ্গল বাতিল ফুটবলার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/edmund-lalrindika.jpg
এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) সময়টা এখন ভালো যাচ্ছে। আই লীগের ক্লাব ইন্টার কাশীর হয়ে ভালো খেলেছেন। সুযোগ পেয়েছেন কানাডার প্রথম সারির ক্লাবে। এবার তাঁর নাম জুড়েছে জাতীয় দলের প্রাথমিক তালিকায়। এডমুন্ড লালরিনডিকার কথা ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো এখনও মনে আছে। লাল হলুদ জার্সি পরে কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। মিজোরামের তরুণ এই ফুটবলারকে দেশের অন্যতম সেরা উদীয়মান ফরোয়ার্ড হিসেবে এক সময় গণ্য করা হতো। ২০১৮ সালে যুক্ত হয়েছিলেন বেঙ্গালুরু এফসির সঙ্গে। তবে সুযোগ পেয়েছেন নামমাত্র। বেশিরভাগ সময় কাটিয়েছিলেন মাঠের বাইরে। ইন্টার কাশীর হয়ে নিজেকে মেলে ধরেছিলেন নতুন করে। নতুন মরসুমের প্রস্তুতির জন্য তিনি যোগ দিয়েছেন কানাডার ক্লাব Atletico Ottawa-তে। 💥BOOM💥 Our […]
আরও পড়ুন Edmund Lalrindika: বড় সুযোগ পাওয়ার পথে ইস্টবেঙ্গল বাতিল ফুটবলার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম