শনিবার, ৪ মে, ২০২৪

Digha:স্কুলের মধ্যে হয়েই চলেছে বৃষ্টি! দীঘার স্কুলে তাজ্জব কাণ্ড

Digha:স্কুলের মধ্যে হয়েই চলেছে বৃষ্টি! দীঘার স্কুলে তাজ্জব কাণ্ড
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-4-1.jpg
এই চাঁদিফাটা গরমে একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে গোটা বাংলা, সেখানি নাকি স্কুলের মধ্যে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। তাও আবার দীঘায়! স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীঘার একটি নার্সারি স্কুলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জানা গিয়েছে এই বৃষ্টি আসল নয়! এটা কৃত্রিম বৃষ্টি। প্রবল গরমে খুদে পড়ুয়াদের স্বস্তি দিতে এই কৃত্রিম বৃষ্টির ভাবনা মাথায় আসে স্কুলের প্রধান শিক্ষকের৷ ফলে যতক্ষণ পড়ুয়ারা স্কুলে থাকছে, ততক্ষণ টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছে৷ সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে, এই বেসরকারি স্কুলটির নাম আনন্দ নিকেতন নার্সারি স্কুল৷ নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সেখানে পড়াশোনা চলে৷ এই স্কুলের চালে অবিরাম বৃষ্টির খবর […]


আরও পড়ুন Digha:স্কুলের মধ্যে হয়েই চলেছে বৃষ্টি! দীঘার স্কুলে তাজ্জব কাণ্ড

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম