CAA:ভোটের আবহে অনুপ্রবেশকারী সন্দেহে জেল, সিএএ নিয়ে ফের শুরু বিতর্ক
CAA:ভোটের আবহে অনুপ্রবেশকারী সন্দেহে জেল, সিএএ নিয়ে ফের শুরু বিতর্ক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-92.jpg
ভোটের আবহে ফের সিএএ নিয়ে তুঙ্গে শুরু হল বিতর্ক। এক দম্পতির জেল বন্দি বিয়ে ফের উস্কে দিল সিএএ তরজা। সূত্র মারফৎ জানা গিয়ছে যে, পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা দম্পতি গত জানুয়ারী মাস থেকে জেলবন্দি। জেল বন্দির কারণ হিসেবে জানা গিয়েছে যে তাঁরা নাকি অনুপ্রবেশকারী, সন্দেহে তাঁদের জেলে বন্দি রাখা হয়েছে। তবে তাঁদের নাকি ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক আকাউন্ট সবই আছে। তা সত্ত্বেও তাঁরা কেন জেলবন্দি, উঠেছে প্রশ্ন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে এই রাজ্যে যদি সিএএ আইন লাগু থাকত তাহলে তাঁদের এই সমস্যায় পড়তে হত না। ইতিমধ্যেই তাঁরা সিএএ -এর জন্য ফর্ম ফিলাপ করেছে বলে জানা গিয়েছে। দুলাল […]
আরও পড়ুন CAA:ভোটের আবহে অনুপ্রবেশকারী সন্দেহে জেল, সিএএ নিয়ে ফের শুরু বিতর্ক
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম