বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

জিৎ এর প্রযোজিত 'সওয়াল' এ উকিলের ভূমিকায় মিঠুন?

জিৎ এর প্রযোজিত 'সওয়াল' এ উকিলের ভূমিকায় মিঠুন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-100.jpg
জিৎ এবং মিঠুন একসঙ্গে ‘যুদ্ধ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। মিঠুনের ‘চোরে চোরে মাসতুতো ভাই’ ছবিতে ক্যামিও করেছিলেন জিৎ। এবার জিৎ এর প্রযোজনায় নতুন ছবিতে অভিনয় করছেন মিঠুন।ছবিটার নাম ‘সওয়াল’। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাতুল মুখোপাধ্যায়। কোর্টরুম ড্রামা ধারা এই ছবিটিতে, উকিলের ভূমিকায় দেখা যাবে মিঠুনকে । প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে খবর। তবে এব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোযণা করেনি প্রযোজনা সংস্থা। প্রসঙ্গত মিঠুন চক্রবতীর সাম্প্রতিক কয়েকটি ছবি বাক্স অফিস ব্যাপক সফলতা পেয়েছে। দেব অভিনীত ‘প্রজাপতি’, এবং সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দুটোই বাক্স অফিস সাফল্য ছাড়াও দর্শক মহলেও প্রশংসিত। দুটিতেই আলাদা করে তার অভিনয় এর জন্য নজর করেছেন মিঠুন।রাজ্ চক্রবর্তী পরিচালিত আসন্ন চলচ্চিত্ৰ […]


আরও পড়ুন জিৎ এর প্রযোজিত 'সওয়াল' এ উকিলের ভূমিকায় মিঠুন?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম