বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?

নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Kerala-Blasters-appoint-Mikael-Stahre.jpg
অবশেষে এবার নিজেদের নতুন কোচের নাম ঘোষনা করল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাব। ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথাই ঘোষণা করা তাদের তরফ থেকে। যারফলে, আগত ফুটবল মরশুম থেকে দক্ষিণের এই ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন মিকেল স্টেহরে। এবার এই সুইডিশ কোচের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে আদ্রিয়ান লুনারা। ভারতের এই ফুটবল ক্লাবের দায়িত্ব গ্ৰহনের আগে থাইল্যান্ডের ক্লাব উথাই থানি এফসির দায়িত্ব সামলেছেন বছর আট চল্লিশের এই ম্যানেজার। এছাড়াও নরওয়ে সহ একাধিক বিদেশি ফুটবল লিগে কোচিং করার অভিজ্ঞতা থেকেছে এই কোচের। CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে নতুন সিজনের জন্য এই কোচের নির্দেশ মেনেই এবার দল সাজাবে […]


আরও পড়ুন নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম