কভি খুশি কভি গম
কভি খুশি কভি গম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Congress-Dismisses-TMC-Leader-Mamata-Banerjee.jpg
দিন কতক আগে তৃণমূল কংগ্রেসের সেনাপতির গলায় এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় প্রকাশ্যেই আক্ষেপ করছেন। ‘আমরা তো চেয়েছিলাম জোট হোক। সেজন্যই তো আমি কাকভোরে রাহুল গান্ধির দরজায় কড়া নেড়েছিলাম। আমরা তারপরে অনেক দিন অপেক্ষা করেছি, কংগ্রেসের তরফে সঙ্কেত না আসায় আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়েছি।’ আমরা চেয়েছিলাম মানেটা কী? মানে হোল তোমাদের জেতা দুটো আসন মালদহ দক্ষিণ আর বহরমপুর তোমাদের ছেড়ে দেব, বিনিময়ে মেঘালয় ও অসমে আমাদের একটা করে আসন দিতে হবে। এই হোল তৃণমূলের সমঝোতার শর্ত। কংগ্রেসের দিল্লির নেতারা অন্তত ছয়-সাতটি আসন চেয়েছিলেন, মমতা কর্ণপাত করেননি। তিনি ধরেই নিয়েছিলেন, শেষ পর্যন্ত তাঁর কথাই শিরোধার্য হবে, মোল্লার দৌড় […]
আরও পড়ুন কভি খুশি কভি গম
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম