কত টাকার চুক্তিতে লাল-হলুদে সই করতে পারেন ডায়মান্টাকোস?
কত টাকার চুক্তিতে লাল-হলুদে সই করতে পারেন ডায়মান্টাকোস?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Dimitrios-Diamantakos-to-Sign-with-East-Bengal-in-7-Crore-Rupee-Deal.jpg
সময় যত এগোচ্ছে গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে (Dimitrios Diamantakos) নিয়ে ততই আগ্রহ বাড়ছে সকলের। এবারের ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন এই তারকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছেন গোল্ডেন বুট। একটা সময় এই খেতাব জয় দৌড়ে রয় কৃষ্ণা থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস এবং দিয়াগো মরিসিওর মতো ফুটবলাররা থাকলেও অনায়াসেই তাদের টেক্কা দিয়ে খেতাব নিশ্চিত করেছেন এই দাপুটে ফুটবলার। মনে করা হয়েছিল নতুন মরশুমে ও হয়তো কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। সপ্তাহ কয়েক আগেই নিজের সোশ্যাল সাইট থেকে কেরালা ছাড়ার কথা জানান দিমিত্রিওস নিজেই। তারপর থেকেই এই ফুটবলারকে দলের নিতে […]
আরও পড়ুন কত টাকার চুক্তিতে লাল-হলুদে সই করতে পারেন ডায়মান্টাকোস?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম