শুক্রবার, ১০ মে, ২০২৪

Adrit-kaushambi Marriage:চার হাত এক হলো! হাসি মুখে 'উচ্ছে বাবু ' এবং 'দিদিয়া'

Adrit-kaushambi Marriage:চার হাত এক হলো! হাসি মুখে 'উচ্ছে বাবু ' এবং 'দিদিয়া'
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/FotoJet-3-1.jpg
এ যেন বহু প্রতীক্ষিত এক বিয়ে। অবশেষে এক হলো চার হাত। আদৃত এবং কৌশাম্বীর বিয়ে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই বিয়েই ধুমধামের সঙ্গে সম্পন্ন হলো গত বৃহস্পতিবার অর্থাৎ ৯ মে। জনপ্রিয় সিরিয়ালের দুই পরিচিত মুখের বিয়েতে হাজির ছিল টলিউডের অনেক কলাকুশলীরা। বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। একসময় খবর রটেছিল যে মিঠাই সিরিয়ালের এইদুজন প্রেম করছেন, সেই খবরের অবশেষে সিলমোহর পড়ল। মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, […]


আরও পড়ুন Adrit-kaushambi Marriage:চার হাত এক হলো! হাসি মুখে 'উচ্ছে বাবু ' এবং 'দিদিয়া'

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম