সোমবার, ১৩ মে, ২০২৪

কোম্পানির শেয়ারে 46 শতাংশ প্রিমিয়াম বাড়ল বিনিয়োগকারীদের

কোম্পানির শেয়ারে 46 শতাংশ প্রিমিয়াম বাড়ল বিনিয়োগকারীদের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/stock-exchange-BSE.jpg
বাজারে ধস নামলেও পকেট ভরাল Indegene। কারণ এদিন স্টক এক্সচেঞ্জে প্রায় 46 শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হল। যেখানে সংস্থাটির আইপিও-র ইস্যু প্রাইস ছিল 490 টাকা। সংস্থাটি 659.7 টাকায় ডেবিউ করে এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ। এর আগে কোম্পানিটির শেয়ার গ্রে মার্কেটে 290 টাকার প্রিমিয়ামে ট্রেড করেছে। যেখানে কোম্পানির আইপিও-টি বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছিল। সামগ্রিকভাবে সংস্থাটির শেয়ার বাজার বন্ধের সময় 70 গুণ সাবস্ক্রিপশন পায়। আইপিও শুরুর আগে কোম্পানিটি অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে প্রায় 549 কোটি টাকা সংগ্রহ করেছিল। এই সংস্থার অ্যাঙ্কর রাউন্ডে যোগ দেওয়া কিছু বিনিয়োগকারীর মধ্যে রয়েছে ক্যাপিটাল গ্রুপ, ফিডেলিটি ইনভেস্টমেন্টস, লুমিস সেলস অ্যান্ড কোম্পানি, জুপিটার অ্যাসেট ম্যানেজমেন্ট, আবু ধাবি […]


আরও পড়ুন কোম্পানির শেয়ারে 46 শতাংশ প্রিমিয়াম বাড়ল বিনিয়োগকারীদের

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম