শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

Vishal Keith: বিশালকে পিছনে ফেলে সোনার গ্লাভসের লড়াইয়ে এই গোলরক্ষক

Vishal Keith: বিশালকে পিছনে ফেলে সোনার গ্লাভসের লড়াইয়ে এই গোলরক্ষক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Vishal-Keith-Trailing-in-Race-for-Golden-Gloves.jpg
গত আইএসএল মরশুমে সকলকে পিছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Keith)। তিনি টেক্কা দিয়েছিলেন গুরপ্রীত সিং সিন্ধু থেকে শুরু করে ফূর্বা লাচেনপার মত ফুটবলারদের। এমনকি আইএসএলের ফাইনালে ট্রাইবেকারে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে ছিল বিশালের। তার এই অনবদ্য পারফরম্যান্সের দরুন পরবর্তীতে সুযোগ পান ইগর স্টিমাচের জাতীয় শিবিরে। বলতে গেলে, যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন এই তরুণ গোলরক্ষক। কিন্তু এবারের এই আইএসএল মরশুমে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন এই গোলরক্ষক। তবে দল এ বছর টুর্নামেন্টের শিল্ড জেতার সুবাদে এখনো গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে টিকে রয়েছেন বিশাল কায়েথ। তবে […]


আরও পড়ুন Vishal Keith: বিশালকে পিছনে ফেলে সোনার গ্লাভসের লড়াইয়ে এই গোলরক্ষক

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম