মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

Transfer Market: ক্লাব ছাড়ছেন GOAT স্ট্রাইকার, দল বদলের বাজারে জল্পনা

Transfer Market: ক্লাব ছাড়ছেন GOAT স্ট্রাইকার, দল বদলের বাজারে জল্পনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Kolkata24x7_Photo.jpg
Transfer Market: মেলবোর্ন সিটি নিশ্চিত করেছে তাদের ক্লাব অধিনায়ক এবং সর্বকালের শীর্ষ গোলদাতা জেমি ম্যাকলারেন এ-লিগ থেকে বিদায় নিচ্ছেন। চলতি মরসুম শেষ শেষে ক্লাব ছাড়বেন তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে জার্মান ক্লাব এসভি ডার্মস্টাড ৯৮ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ম্যাকলারেন ক্লাবটিতে তার সাড়ে পাঁচ বছরের মেয়াদে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সিটির পক্ষ থেকে নিশ্চিত করেছে তাঁর বিদায় সংবাদ। এরপরেই শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি। ম্যাকলারেন বলেছেন, ‘গত সাড়ে পাঁচ বছর ধরে যে ক্লাবকে আমি নিজের ঘর বলে জেনেছি, সেই ক্লাব ছাড়াটা আমার জন্য খুবই দুঃখজনক। এখানে আমি যা অর্জন করতে পেরেছি তার জন্য আমি গর্বিত। […]


আরও পড়ুন Transfer Market: ক্লাব ছাড়ছেন GOAT স্ট্রাইকার, দল বদলের বাজারে জল্পনা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম