মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

​​Sauraseni Maitra: মিথিলা অতীত, জমে ক্ষীর সৃজিত সৌরসেনীর সম্পর্ক!

​​Sauraseni Maitra: মিথিলা অতীত, জমে ক্ষীর সৃজিত সৌরসেনীর সম্পর্ক!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Sauraseni-Maitra.jpg
​​Sauraseni Maitra: মিথিলার সঙ্গে সম্পর্কটা সৃজিতের কেমন একটা হয়ে গিয়েছে, জল্পনা বলে এমনটাই। তাই কি এবার পরিচালকের ফাঁকা মনে হানা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বাংলার পাশাপাশি হিন্দিতেও সমান তালে কাজ করে যাওয়া এই নায়িকা এদিন এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে বড়সড় তথ্য জানিয়েছেন। বলেছেন, তাঁর রাজ চক্রবর্তীর সঙ্গেও দারুণ কেমিস্ট্রি। শুধু সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যাপারটা আলাদা। সৃজিতের সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি নিয়ে আলোচনাটা একটু বেশি হবে, তিনি জানেন। অভিনেত্রীর কথায়, ‘আসলে পরিচালকের মাথায় চরিত্রটা থাকে। তাঁর সঙ্গে আদানপ্রদান ভালো না হলে, ছবিটা ভালো হবে কী করে? সৃজিতদার ছবিতে যেসব তাবড় অভিনেতাদের সঙ্গে আমাকে কাজ করতে হবে, সেটা বড় সুযোগ […]


আরও পড়ুন ​​Sauraseni Maitra: মিথিলা অতীত, জমে ক্ষীর সৃজিত সৌরসেনীর সম্পর্ক!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম