মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

Odisha FC: পাঞ্জাবের বিপক্ষে সহজ জয় ওডিশার, তিনে নামল মোহনবাগান

Odisha FC: পাঞ্জাবের বিপক্ষে সহজ জয় ওডিশার, তিনে নামল মোহনবাগান
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Odisha-FC-Punjab-FC.jpg
এবার টুর্নামেন্টের নতুন ফুটবল ক্লাব পাঞ্জাব এফসির (Punjab FC) বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিল ওডিশা এফসি (Odisha FC )। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যচ জিতে নিল সার্জিও লোবেরার ছেলেরা। দলের জার্সিতে জোড়া গোল পান দিয়াগো মরিসিও এবং একটি গোল করেন ইসাক ভ্যানলালরুয়াতফেলা। অপরদিকে, পাঞ্জাব দলের জার্সিতে একটি মাত্র গোল করেন মাদিহ তালাল। এই জয়ের ফলে আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যার দরুন, এবারের লিগশিল্ড জয়ের দৌড়ে পুনরায় উঠে আসলো ওডিশা। এবার বাকি ম্যাচগুলিতেও নিজেদের এই ছন্দ ধরে রাখার পরিকল্পনা রয়েছে রয়কৃষ্ণাদের। বলা বাহুল্য, এই ম্যাচের শুরু থেকেই প্রবল দাপট থেকেছে […]


আরও পড়ুন Odisha FC: পাঞ্জাবের বিপক্ষে সহজ জয় ওডিশার, তিনে নামল মোহনবাগান

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম