Mumbai City FC: গোয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের
Mumbai City FC: গোয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Mumbai-City-FC-FC-Goa.jpg
লিগ শিল্ডের হতাশা ভুলে এবার দারুণ ছন্দে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ গোয়ার জওহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল শক্তিশালী মুম্বাই। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে রাহুল ভেকের ফুটবল ক্লাব। এদিন মুম্বাই সিটির হয়ে জোড়া গোল করেন লালরিয়ান জুয়ালা ছাংতে। একটি মাত্র গোল করেন বিক্রম প্রতাপ সিং। অন্যদিকে, এফসি গোয়া দলের জার্সিতে গোল করেন বরিস সিং থাংজম এবং ব্রান্ডন ফার্নান্ডেজ। আজকের এই জয়ের ফলে অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে রনবীর কাপুরের ফুটবল ক্লাবের। তবে ম্যাচের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। সমস্ত কিছুতেই মুম্বাইকে পিছনে ফেলে দিয়েছিল ম্যাকহিউদের গোয়। সুযোগ বুঝেই আক্রমণ শানিয়ে […]
আরও পড়ুন Mumbai City FC: গোয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম