সোমবার, ১ এপ্রিল, ২০২৪

Mohun Bagan: চেন্নাইনকে জিতিয়ে 'সেভজিৎ' বললেন 'মোহনবাগান সেরা'

Mohun Bagan: চেন্নাইনকে জিতিয়ে 'সেভজিৎ' বললেন 'মোহনবাগান সেরা'
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Untitled-design.jpg
চেন্নাইন এফসির বিরুদ্ধে ২-৩ গোলে হেরে শিল্ড জয়ের কাজ কঠিন করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। রবিবার ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে জিতেছে চেন্নাইন। বাগান অনায়াসে এই ম্যাচ জিততে পারতো। জিতলে পারেনি কারণ চেন্নাইন তেকাঠির নীচে দাঁড়িয়ে ছিলেন দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। মোহনবাগানকে হারিয়েও তিনি বিনয়ী। ৩৬ বছর বয়সী দেবজিৎ মজুমদার গতকালের ম্যাচে বারংবার প্রমাণ করে দিয়েছেন, ভক্তরা তাঁকে কেন ‘সেভজিৎ’ বলে ডাকেন। দেবজিতের অবশ্য নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। ম্যাচের পর সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার দিক থেকে প্রমাণ করার কিছু নেই। প্রতি দিন কঠোর অনুশীলন করি। নিজের ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। নিজের ওপর বিশ্বাস রয়েছে। ভালো […]


আরও পড়ুন Mohun Bagan: চেন্নাইনকে জিতিয়ে 'সেভজিৎ' বললেন 'মোহনবাগান সেরা'

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম