Manipur Violence: মণিপুরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ একাধিক জওয়ান, নিহত দুই রক্ষী
Manipur Violence: মণিপুরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ একাধিক জওয়ান, নিহত দুই রক্ষী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Manipur-7.jpg
লোকসভা নির্বাচনের মধ্যে রক্তাক্ত মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে হিংসা (Manipur Violence) থামেনি তার প্রমাণ ফের জঙ্গি হামলা। যদিও প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মণিপুর শান্ত। তবে সেই দাবি উড়িয়ে ভোটে হিংসাত্মক পরিবেশ ছিল মণিপুরে। এবার সেই রেশ ধরে বড়সড় জঙ্গি হামলা। মণিপুরের নারানসেনা এলাকায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে আক্রমণটি মধ্যরাতে হয়। রাজ্যের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় মোতায়েন করা সিআরপিএফের 128 ব্যাটালিয়নের রক্ষীরা গুলিবিদ্ধ। বিষ্ণুপুর জেলার ময়রাং থানার আওতাধীন নারায়ণসেনার একটি গ্রামের দিকে গুলি চালায় বলে জানা গেছে। আসছে…
আরও পড়ুন Manipur Violence: মণিপুরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ একাধিক জওয়ান, নিহত দুই রক্ষী
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম