Loksabah election 2024: কাঁথির কংগ্রেস প্রার্থী কি টেক্কা দিতে পারবে অধিকারী গড়ে, নাকি ঘাসফুলেই হবে বাজিমাত
Loksabah election 2024: কাঁথির কংগ্রেস প্রার্থী কি টেক্কা দিতে পারবে অধিকারী গড়ে, নাকি ঘাসফুলেই হবে বাজিমাত
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/FotoJet-21-2.jpg
শনিবার রাতে শনিবার ওড়িশার তিন আসনসহ বাংলার কাঁথি লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। যদিও প্রার্থী তালিকায় বিশেষ কোনও চমক নেই। দীর্ঘদিনের কংগ্রেস কর্মীকেই অধিকারী গড়ে টিকিট দিয়েছে জাতীয় কংগ্রেস। ঊর্বশী ভট্টাচার্যকে কাঁথি কেন্দ্রের টিকিট দিয়েছে রাহুল গান্ধীর দল। পেশায় আইনজীবী ঊর্বশী ভট্টাচার্যকে কি পারবে অধিকারী গড়ে হাত চিহ্ন স্থাপন করতে নাকি শিশির বাবুর ছেলে হাসতে হাসতে দিল্লি যাবে সেটাই দেখার। তবে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উত্তম বাড়িকও জোর টক্কর দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের। শান্তিকুঞ্জের অভিভাবক শিশির অধিকারী দীর্ঘদিন কাঁথির সাংসদ থেকেছেন। তবে এবার কাঁথি থেকে প্রার্থী হয়েছেন শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। তিনি বিধানসভার বিরোধী দলনেতা […]
আরও পড়ুন Loksabah election 2024: কাঁথির কংগ্রেস প্রার্থী কি টেক্কা দিতে পারবে অধিকারী গড়ে, নাকি ঘাসফুলেই হবে বাজিমাত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম