Kolkata airport: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, ইমেলে হুমকির অভিযোগ
Kolkata airport: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, ইমেলে হুমকির অভিযোগ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Kolkata-Airport.jpg
বিগত তিনদিনের মধ্যে এই নিয়ে দুইবার। কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো আবার। ইমেল মারফৎ সোমবার সকালে ফের মেল আসে ম্যানেজারের কাছে। তারপর থেকেই বেড়ে যায় কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এইদিন সকাল ৯টা নাগাদ মেল আসে। মেল পাওয়ার সঙ্গে সঙ্গে আবার সজাগ হয়ে যায় প্রশাসন। তাতে লেখা, বোমা লুকনো রয়েছে, যে কোনও মুহূর্তে উড়িয়ে দেওয়া হবে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি।প্রসঙ্গত বিগত তিনদিনে মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মেইল পাওয়ার ঘটনা ঘটল। এইরকম হুমকির মেল পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। বিমানবন্দরে নিযুক্ত চিপ এরর স্পেস সেফটি অফিস, এয়ার প্যাসেঞ্জার ডিউটি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, স্থানীয় পুলিশ […]
আরও পড়ুন Kolkata airport: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, ইমেলে হুমকির অভিযোগ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম