রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

Jagai Konda: কোপাই তীরে ফুটবল খেলে কলকাতার ক্লাবে জগাই

Jagai Konda: কোপাই তীরে ফুটবল খেলে কলকাতার ক্লাবে জগাই
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Jagai-Konda.jpg
প্রীতম সাঁতরা: গ্রাম থেকে কলকাতা, ফুটবল মাঠে আরও এক উত্থানের গল্প। রেলওয়ে এফসিতে সু্যোগ পেয়েছেন জগাই কোঁড়া (Jagai Konda)। কোপাই নদীর তীরে খেলতেন ফুটবল। নতুন মরসুমে খেলবেন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন। নতুন মরসুমের জন্য ছোট বড় প্রায় সব ক্লাবই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন ক্লাবে নেওয়া হচ্ছে ট্রায়াল। শান্তিনিকেতন ট্রাইবাল অ্যাকাডেমি থেকে রেলওয়ে এফসির ট্রায়ালে গিয়েছিলেন জগাই কোঁড়া। বছর চব্বিশের ডিফেন্ডার জগাইয়ের খেলা মনে ধরে রেলওয়ে এফসির কর্তাদের। সেলেক্ট করে নেওয়া হয় কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের স্কোয়াডে। কোপাই নদীর কাছে অবস্থিত গ্রামের ছেলে জগাই কোঁড়া। কৃষক বাড়ির সন্তান। এলাকার প্রথম ফুটবলার হিসেবে রেলওয়ে এফসিতে খেলার সুযোগ […]


আরও পড়ুন Jagai Konda: কোপাই তীরে ফুটবল খেলে কলকাতার ক্লাবে জগাই

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম