রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

Hugo Boumous: ইন্ডিয়ান সুপার লিগের নতুন ক্লাবে যোগ দিতে পারেন হুগো

Hugo Boumous: ইন্ডিয়ান সুপার লিগের নতুন ক্লাবে যোগ দিতে পারেন হুগো
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Hugo-Boumous.jpg
মরসুমের মাঝপথে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) স্কোয়াড থেকে হুগো বুমোসকে (Hugo Boumous) বাদ দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। ভারতে খেলা সেরা বিদেশি মিডফিল্ডারদের মধ্যে খেলা অন্যতম বিদেশি হুগো বুমোস। আগামী মরসুমে তিনি যোগ দিতে পারেন আইএসএল-এর অন্য কোনও ক্লাবে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে হুগো বুমোসের সম্পর্ক একেবারেই ছিন্ন হতে পারে। বদ বদল সংক্রান্ত জল্পনা অনুযায়ী, মোহনবাগানকে বিদায় জানিয়ে তিনি যোগ দিতে পারেন বেঙ্গালুরু এফসিতে। বেঙ্গালুরু এফসি ও হুগোর মধ্যে কথা অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে। সবুজ মেরুন ব্রিগেডের হয়ে প্রায় পঞ্চাশটি ম্যাচ খেলেছেন হুগো। ২০২১-২২ মরসুম থেকে যুক্ত ছিলেন কলকাতার ক্লাবের […]


আরও পড়ুন Hugo Boumous: ইন্ডিয়ান সুপার লিগের নতুন ক্লাবে যোগ দিতে পারেন হুগো

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম