শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Hijazi Maher: অন্য ক্লাবের প্রস্তাব সরিয়ে হিজাজি থাকছেন ইস্টবেঙ্গলেই

Hijazi Maher: অন্য ক্লাবের প্রস্তাব সরিয়ে হিজাজি থাকছেন ইস্টবেঙ্গলেই
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Hijazi-Maher.jpg
শেষ হচ্ছে হিজাজি মাহের (Hijazi Maher) সংক্রান্ত জল্পনার। একাধিক ক্লাবে যাওয়ার সুযোগ তাঁর কাছে ছিল। কিন্তু তিনি ইস্টবেঙ্গলেই (East Bengal) থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সকাল থেকে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছিল। তারই মধ্যে জানা গেল, হিজাজি মাহের ইস্টবেঙ্গলেই থাকছেন। লাল হলুদ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি পত্রে সই করার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, একাধিক বর্ষের চুক্তিতে কলকাতার অন্যতম প্রধান ক্লাবে থাকতে রাজি হয়েছেন হিজাজি মাহের। মরসুমের মাঝপথে হিজাজি মাহেরকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। চোট পাওয়া জর্ডন এলসের বদলে হিজাজিকে দলের সঙ্গে যুক্ত করেছিল ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রত নিজে পছন্দ করে পাকা করেছিলেন হিজাজিকে। কুয়াদ্রতের […]


আরও পড়ুন Hijazi Maher: অন্য ক্লাবের প্রস্তাব সরিয়ে হিজাজি থাকছেন ইস্টবেঙ্গলেই

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম