রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

২০২৬-এর আগেই পৃথক Gorkhaland রাজ্য: রাজু বিস্তা

২০২৬-এর আগেই পৃথক Gorkhaland রাজ্য: রাজু বিস্তা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/BJP-Candidate-Raju-Bista-Claims-Bengal-Breaks-Again.jpg
আর ২ বছরের মধ্যেই ফের বঙ্গ ভঙ্গ। লোকসভা ভোটের পর বিধানসভা ভোটের আগে। রবিবার এমনই দাবি করলেন, দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সাফ জানালেন যে পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) নিযে ভাবনা-চিন্তা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ দিন রাজু বিস্তা বলেন, ‘গোর্খাল্যান্ড বিজেপির আলোচনায় রয়েছে। কোনও কারণে হচ্ছে না। ২০২৬ বিধানসভা ভোটের আগেই পৃথক গোর্খাল্যান্ড হবেই। ১০০ শতাংশ নিশ্চিত।’ বাংলা ভেঙে নতুন রাজ্য গঠনই যে তাঁর প্রধান লক্ষ্য সেটাও স্পষ্ট করে দিয়েছেন রাজু। তাঁর কথায়, ‘ পৃথক গোর্খাল্যান্ডের তৈরির জন্যই আমি ভোটে লড়ছি। যাতে এখানকার বাসিন্দাদেরদাবি পূরণ হয়। এটাই আমার প্রধান কাজ। এছাড়া আমার কোনও কাজ নেই।’ এই প্রথম পাহাড় একছত্র আধিপত্যের […]


আরও পড়ুন ২০২৬-এর আগেই পৃথক Gorkhaland রাজ্য: রাজু বিস্তা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম