সোমবার, ১ এপ্রিল, ২০২৪

Deboleena: 'কুৎসিত লাগছে'- ফুলের সাজে রেড কার্পেট হাঁটতেই নোংরা নিন্দায় দেবলীনা

Deboleena: 'কুৎসিত লাগছে'- ফুলের সাজে রেড কার্পেট হাঁটতেই নোংরা নিন্দায় দেবলীনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Deboleena-Dutt.jpg
Deboleena Dutt: ফুলে ভরা অঙ্গ, মাথায়, হাতে, বুকে। এ যেন সাক্ষাৎ শকুন্তলা! সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ফিল্মফেয়ার বাংলা। রেড কার্পেটে যে ডিজাইনার গাউনে দেবলীনা এসেছিলেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে ট্রোলিং। এদিনের ইভেন্টে, মনামি ঘোষেরাও এসেছিলেন নিজেদের মনের মতো সাজে। আর দেবলীনা ছিলেন ফুলকুমারীর সাজে। ডিজাইনার দেবজিৎ ‘স্প্রিং অন প্যারাডাইস’ নাম দিয়েছে এই সাজের। আর এটা নিয়েও নিন্দা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ বলছেন, কদাকার কুৎসিত লাগছে। কারও কথায়, খারাপ ডিজাইনার। আবার কারও দাবি, ফিট ভালো নয়। এইসব নিন্দারই এবার পর্যাপ্ত জবাব দিলেন দেবলীনা। বললেন, কলকাতার লোক এখনও মেট গালা বা রেড কার্পেটের মতো বিষয় বোঝেন না। তাই অনেকেরই ভুল […]


আরও পড়ুন Deboleena: 'কুৎসিত লাগছে'- ফুলের সাজে রেড কার্পেট হাঁটতেই নোংরা নিন্দায় দেবলীনা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম