রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

শান্তিনিকেতনে বার পুজো, হাতে হাতে ফল কাটা, শালপাতায় মুড়ি-আলুর দম

শান্তিনিকেতনে বার পুজো, হাতে হাতে ফল কাটা, শালপাতায় মুড়ি-আলুর দম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Traditional-Bar-Puja-Celebration-in-Santiniketan.jpg
প্রীতম সাঁতরা: ঝলমলে রবিবার। ঝলমলে নতুন বছরের প্রথম দিন। বাতাসে পুজোর গন্ধ। ময়দানে আজ বার পুজো। তাপমাত্র ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। তেতে উঠতে শুরু করেছিল পিয়ার্সন পল্লী প্রাইমারী স্কুলের মাঠ। বৈশাখের আগমন। শান্তিনিকেতন ট্রাইবাল অ্যাকাডেমিতে চলছিল বার পুজোর প্রস্তুতি। কলকাতার হাইভোল্টেজ পুজো-অনুষ্ঠান থেকে অনেক দূরে এই বার পুজোয় ঘরোয়া পরিবেশ। কন্সোলেট জেনারেল (জার্মানি-কলকাতা) এমএস বারবারা ভস এসেছিলেন বিশেষ অতিথি হিসেবে। গ্রাম বাংলার মাটিতে প্রথমবার দেখলেন বার পুজো। নামাবলী দিয়ে মাথা ঢেকে বার পুজো করতে বসেছিলেন ঠাকুরমশাই। অ্যাকাডেমির ছেলেরাই হাত লাগিয়েছিল পুজোর তোড়জোড়ে। নিজেদের হাতে কেটে দিচ্ছিল ফল, নিয়ে আসছিল পুজোর দরকারী সামগ্রী, উপাদান। নিজের অ্যাকাডেমিতে পুজো। সকাল থেকে ব্যস্ত […]


আরও পড়ুন শান্তিনিকেতনে বার পুজো, হাতে হাতে ফল কাটা, শালপাতায় মুড়ি-আলুর দম

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম