বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

Armando Sadiku: শাপে বড় হতে পারে সাদিকুর অনুপস্থিতি

Armando Sadiku: শাপে বড় হতে পারে সাদিকুর অনুপস্থিতি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Armando-Sadiku-with-Jason-Cummings.jpg
সেমিফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখে মাঠে ছেড়েছিলেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। খেলতে পারবেন না দ্বিতীয় লেগে। তিনি থাকলেও রয়েছেন জেসন কামিন্স। আর্মান্দো সাদিকু কখন ভালো খেলবেন আর কখন তাঁর অফ ফর্ম বোঝা দায়। সহজ সহজ গোলের একাধিক সুযোগ নষ্ট করেছেন। তেমনই করেছেন ভালো কিছু গোল। মরসুমের শুরুর দিক থেকে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন। অ্যান্টোনিও লোপেজ হাবাস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিছুটা ছন্দে ফিরেছিলেন তিনি। করেছিলেন গোল। গোল করেছেন বটে, তবে চেনা ফর্মে ফিরেছিলেন এমনটা বোধহয় বলা যায় না। সাদিকুর মতো বড় মাপের ফুটবলারের কাছ থেকে প্রত্যাশা আরও একটু বেশি। হুয়ান ফেরান্দো বেশ কিছু ম্যাচে সাদিকু, জেসন কামিন্স দু’জনকেই এক […]


আরও পড়ুন Armando Sadiku: শাপে বড় হতে পারে সাদিকুর অনুপস্থিতি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম