বুধবার, ২৭ মার্চ, ২০২৪

Pinarayi Vijayan: প্রথম 'ভারতমাতা কি জয়' বলেন মুসলিমরাই, মুখ্যমন্ত্রীর দাবিতে বিতর্কের ঝড়!

Pinarayi Vijayan: প্রথম 'ভারতমাতা কি জয়' বলেন মুসলিমরাই, মুখ্যমন্ত্রীর দাবিতে বিতর্কের ঝড়!

‘ভারত মাতার জয়’, প্রায়শই এই স্লোগান ব্যবহার করা হয় দেশাত্মবোধক কোনও কাজে, বা দেশের জন্য দেশের বীর সন্তানদের আত্মবলিদানের কথা মাথায় রেখে। আবার সঙ্ঘ পরিবারের প্রিয় স্লোগানই হল ‘ভারত মাতা কি জয়’। কিন্তু সেই স্লোগান নাকি প্রথম দিয়েছিলেন আজিমুল্লাহ খান নামে এক মুসলিম ব্যাক্তি! মঙ্গলবার এমনটাই দাবি করলেন, কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় রাজনীতির আঙিনায়। কেরলের মলপ্পুরমে একটি সভাতে বক্তব্য পেশ করতে গিয়ে সিএএ-এর বিরোধিতা করেন তিনি এবং সেই সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সংস্কৃতিতে মুসলিমদের অবদানের বিষয়ে বলেন। তাঁর মতে, ‘RSS এবং BJP-র নেতারা ভারতমাতা কি জয় বলে […]


আরও পড়ুন Pinarayi Vijayan: প্রথম 'ভারতমাতা কি জয়' বলেন মুসলিমরাই, মুখ্যমন্ত্রীর দাবিতে বিতর্কের ঝড়!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম