Loksabha election 2024:টাকা নেই বলেই টিকিট পেলাম না’, ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য সাংসদের
Loksabha election 2024:টাকা নেই বলেই টিকিট পেলাম না’, ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য সাংসদের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/FotoJet-35.jpg
ভোটের মুখে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। তবে দু’দুবার তৃণমূলের হয়ে জয়লাভ করেছিলেন তিনি। এর পরেও নেত্রীর উপর ভরসা রাখলনা দল। তবে নেত্রীর নিজের কেন্দ্র থেকে অন্যএক মহিলাকেই প্রার্থী করেছে শাসক দল। এই বিষয়কে মেনে নিতে পারেননি সাংসদ। নির্বাচনে টিকিট না পাওয়ার পিছনে নিজের টাকা না থাকার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি। “ভোটে লড়ার টাকা নেই বলেই হয়তো টিকিট পেলাম না।” অভিমানের সুরে বলেন হুগলির আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।কেন টিকিট পেলাম না সেই সাংসদ ও দুই মন্ত্রী বলতে পারবেন। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।এই কেন্দ্রে পরপর দু’বারের সাংসদ হন অপরূপা পোদ্দার। তাঁকে এবার দল […]
আরও পড়ুন Loksabha election 2024:টাকা নেই বলেই টিকিট পেলাম না’, ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য সাংসদের
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম