শিল্ড জয়ের আরও কাছে, আজ জয় পেলেই ISL শীর্ষে চলে যাবে মোহনবাগান
শিল্ড জয়ের আরও কাছে, আজ জয় পেলেই ISL শীর্ষে চলে যাবে মোহনবাগান
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/Mohun-Bagan-Gears-Up-for-Victory-Against-Chennaiyin-FC.jpg
ISL Standings: ডুরান্ড কাপ জয় দিয়ে এবারের এই ফুটবল মরশুম শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পর ফাইনালে তারা পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে। সেখান থেকেই চূড়ান্ত সাফল্য। পরবর্তীতে সেই ধারা বজায় থাকে ইন্ডিয়ান সুপের লিগে। সেখানে প্রথম ম্যাচেই তারা পরাজিত করে এবারের নতুন দল পাঞ্জাব এফসিকে। তারপর হায়দরাবাদ হোক কিংবা জামসেদপুর, সবার বিপক্ষেই সহজ জয় তুলে নিতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। তাই অনায়াসেই পয়েন্ট টেবিলের উপরের দিকে নিজেদের ধরে রেখেছিল শুভাশিসরা। কিন্তু পরবর্তীতবের কিছুটা চাপে পড়ে যেতে হয়েছিল তাদের। শক্তিশালী ওডিশা এফসি থেকে শুরু করে মানালো মার্কেজের এফসি গোয়ার মত দলের বিপক্ষে বারংবার আটকে […]
আরও পড়ুন শিল্ড জয়ের আরও কাছে, আজ জয় পেলেই ISL শীর্ষে চলে যাবে মোহনবাগান
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম