ED:শাহজাহানকে জেরা করতে জেলে হাজির ইডি
ED:শাহজাহানকে জেরা করতে জেলে হাজির ইডি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/02/Enforcement-Directorate.jpg
শেখ শাহজাহানকে জেরা করতে বসিরহাট জেলে গেল ইডি। আজ শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন করে, জেলে গিয়ে শেখ শাহজাহানকে তারা জেরা করতে চায় তারা। ইডির দাবি, শাহজাহানের বিরুদ্ধে মোটা টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ আবারও ধামাখালি ও সরবেড়িয়ায় শাহজাহানের একাধিক ভেড়ি ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এবার তারা জেরা করবে সন্দেশখালির বাঘ কে। তবে, জেলে গিয়ে জেরার সময় শাহজাহান সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করার অনুমতি চাইতে পারেন তদন্তকারীরা। কলকাতার পিএলএমএ আদালতের কাছে তাকে গ্রেফতার করার অনুমতি চাইতে পারে বলেই ইডি সূত্রের খবর। ইডির ওপর হামলার ঘটনার পর, তার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। এর পর […]
আরও পড়ুন ED:শাহজাহানকে জেরা করতে জেলে হাজির ইডি

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম