বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

Sandeshkhali: কলকাতা প্রেসক্লাবে সভা করে বাদশা-দেবদূতদের প্রতিবাদ

Sandeshkhali: কলকাতা প্রেসক্লাবে সভা করে বাদশা-দেবদূতদের প্রতিবাদ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Badsha-Maitra-Debdut-Ghosh-reactions-about-sandeshkhali.jpg
সম্প্রতি সন্দেশখালিতে (Sandeshkhali) ঘুরে এসেছেন অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ সহ আরও অনেকে। এই অপ্রীতিকর পরিস্থিতিতে সেখানকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা। গতকাল কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তারা। বোঝাই যাচ্ছে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে বহুদূর জল গড়াচ্ছে। সন্দেশখালি থেকে ঘুরে আসার পর, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে পর নিজেদের অভিজ্ঞতা কথা জানিয়েছেন, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধী, জয়রাজ ভট্টাচার্য, মন্দাক্রান্তা সেন প্রমুখরা। সবারই মুখে শাসকদলের কঠোর সমালোচনা শোনা গিয়েছে। বাদশা মৈত্র বলেন, ‘যা ঘটেছে সেটা দেখার পর কোনও মানুষ সন্দেশখালির মহিলাদের সঙ্গে সমব্যথী না হয়ে পারেন না। তারা যে কোনও দলের রাজনৈতিক কর্মী হতে পারেন– […]


আরও পড়ুন Sandeshkhali: কলকাতা প্রেসক্লাবে সভা করে বাদশা-দেবদূতদের প্রতিবাদ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম