Mohun Bagan : 'কানা মামা'কে নিয়েই খুশি হাবাস
Mohun Bagan : 'কানা মামা'কে নিয়েই খুশি হাবাস
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Antonio-Lopez-Habas-2.jpg
নেই মামার চেয়ে কানা মামা ভালো। বাংলা জানলে অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) হয়তো এই কথাটাই বলতেন। ওড়িশা এফসির বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs Odisha)। ম্যাচের পর হাবাস বললেন, ‘হারার চেয়ে ড্র করা ভাল।’ গোল করার পর যথেষ্ট মোহন বাগান সুপার জায়ান্ট পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। বিরতির পর, বিশেষত ম্যাচের শেষের দিকে বল থাকছিল না বাগান ফুটবলারদের পায়ে। সব মিলিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে নিদেন পক্ষে এক পয়েন্ট পেয়ে অখুশি নন লোপেজ হাবাস। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “সব ম্যাচ একই রকম হয় না। আমরা এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে […]
আরও পড়ুন Mohun Bagan : 'কানা মামা'কে নিয়েই খুশি হাবাস
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম