Hockey India দাপটের সঙ্গে আয়ারল্যান্ডকে হারাল ভারত
Hockey India দাপটের সঙ্গে আয়ারল্যান্ডকে হারাল ভারত
এফআইএইচ হকি প্রো লীগ (FIH Hockey Pro League) ২০২৩/২৪ এর রাউরকেলা পর্বে ভারতীয় পুরুষ হকি দল আয়ারল্যান্ডকে (India vs Ireland) ৪-০ গোলে পরাজিত করেছে। ভারতীয় পুরুষ হকি দলের হয়ে একটি করে গোল করেন নীলকান্ত শর্মা (১৪’), আকাশদীপ সিং (১৫’), গুরজন্ত সিং (৩৮’) ও যুগরাজ সিং (৬০’)। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি কর্নার পায় আয়ারল্যান্ড, এরপর আরও একটি সুযোগ। তবে ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশ এবং রক্ষণ দুটি ক্ষেত্রেই ছিল অপরাজেয়। প্রথম কোয়ার্টারের প্রায় দুই মিনিট বাকি থাকতে ভারত পেনাল্টি কর্নার পায় এবং নীলকান্ত শর্মা (১৪’) সুযোগটি কাজে লাগিয়ে রিবাউন্ড থেকে গোল করেন। আয়ারল্যান্ড কিছু বুঝে ওঠার আগে ভারতীয় পুরুষ হকি দল আকাশদীপ […]
আরও পড়ুন Hockey India দাপটের সঙ্গে আয়ারল্যান্ডকে হারাল ভারত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম