শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

Farmers Protest: ফের মহা আন্দোলনের পথে কৃষকরা, সাত জেলায় বন্ধ ইন্টারনেট

Farmers Protest: ফের মহা আন্দোলনের পথে কৃষকরা, সাত জেলায় বন্ধ ইন্টারনেট
https://kolkata24x7.in/wp-content/uploads/2021/10/Farmers-to-hold-rail-roko-o.jpg
নতুন করে ফের দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠল কৃষক আন্দোলন (Farmers Protest)। হাজার হাজার কৃষক আজ শনিবার নতুন করে দিল্লির বুকে ভিড় জমাতে শুরু করেছেন। ‘দিল্লি চলো’ পদযাত্রা শনিবার পঞ্চম দিনে প্রবেশ করল। প্রতিবাদী কৃষকদের অধিকাংশই পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দা। সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) জানিয়েছে, কৃষক আন্দোলনের পর আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। শুক্রবার গ্রামীণ ভারত বনধের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ও অন্যান্যরা। উত্তরপ্রদেশের মুজফফরনগরে প্রতিবাদী কৃষকদের উপর ‘অত্যাচার’ নিয়ে আলোচনা করতে শনিবার একটি ‘মহাপঞ্চায়েত’ অনুষ্ঠিত হবে। এদিকে, আম্বালা, কুরুক্ষেত্র, কৈথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা সহ হরিয়ানার সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী এবং […]


আরও পড়ুন Farmers Protest: ফের মহা আন্দোলনের পথে কৃষকরা, সাত জেলায় বন্ধ ইন্টারনেট

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম