East Bengal : টিকিটে ছাপানো হল ইস্টবেঙ্গলের ভুল লোগো!
East Bengal : টিকিটে ছাপানো হল ইস্টবেঙ্গলের ভুল লোগো!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/East-Bengal.jpg
ইস্টবেঙ্গল (East Bengal vs Jamshedpur FC) ম্যাচের আগে বিতর্ক। টিকিটে ক্লাবের ভুল লোগো ছাপানোর অভিযোগ। টিকিটে প্রিয় ক্লাবের ভুল লোগো ক্ষুব্ধ করেছে লাল হলুদ সমর্থকদের একাংশকে। আগামীকাল রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ (Indian Super League)। জামশেদপুর এফসির ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলবে ক্লাব। তার আগে চলছে টিকিট বিক্রি করার প্রক্রিয়া। টিকিট হাতে পাওয়ার পর ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের অনেকেই বিস্মিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া টিকিটের ছবি থেকে দেখা যাচ্ছে, হোম টিম জামশেদপুর এফসির লোগো রঙিন রাখা হয়েছে। কিন্তু অ্যাওয়ে টিম ইস্টবেঙ্গল ক্লাবের ছবি রয়েছে সাদা কালোতে। মানে রঙহীন লোগো। এই রঙহীন লোগোতে আবার ভুল রয়েছে। টিকিটে ছাপানো ইস্টবেঙ্গলের লোগোর ওপরের […]
আরও পড়ুন East Bengal : টিকিটে ছাপানো হল ইস্টবেঙ্গলের ভুল লোগো!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম