East Bengal : পেয়ে গিয়েছেন ভিসা, শীঘ্রই শহরে আসছেন আলেকজান্ডার
East Bengal : পেয়ে গিয়েছেন ভিসা, শীঘ্রই শহরে আসছেন আলেকজান্ডার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/East-Bengal-Set-for-Kuldaka.jpg
আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগে নর্থইস্টের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেতে হয় স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাসকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল লাল-হলুদ শিবিরে। কয়েকদিন পরে তার চোটের স্থানে পরীক্ষা করা হলে তার রিপোর্ট যথেষ্ট চিন্তায় ফেলে দেয় ম্যানেজমেন্টের (East Bengal) অন্দরে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী একমাস কিংবা তারও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে এই দাপুটে স্প্যানিশ ডিফেন্ডারকে। এমন পরিস্থিতিতে হিজাজি মাহেরের পাশাপাশি ভারতীয় তারকা লালচুংনুঙ্গা এবং মান্দাররাও দেশাইয়ের মতো ফুটবলারদের যে বাড়তি দায়িত্ব পালন করতে হবে তা বলাই চলে। তাই সবদিক বিচার বিবেচনা করেই দলে নয়া ডিফেন্ডার আনার পরিকল্পনা করে ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েকদিন আগে লাল-হলুদের […]
আরও পড়ুন East Bengal : পেয়ে গিয়েছেন ভিসা, শীঘ্রই শহরে আসছেন আলেকজান্ডার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম