বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

যেন এক টুকরো মহাভারত, 'শ্রীকৃষ্ণ' রূপে রাহুল গান্ধী, শহরে পোস্টারিং ঘিরে শোরগোল

যেন এক টুকরো মহাভারত, 'শ্রীকৃষ্ণ' রূপে রাহুল গান্ধী, শহরে পোস্টারিং ঘিরে শোরগোল
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/rahul.jpg
২০২৪ সালের লোকসভা ভোট (Loksabha Vote)-এর আগে কংগ্রেসের তরফে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে ঢুকবে। খুব তাড়াতাড়ি কানপুরে পৌঁছতে চলেছে এই যাত্রা। তবে এরই আগে কানপুর (Kanpur) শহরে পোস্টার লাগিয়ে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস সমর্থকরা। এই পোস্টারে রাহুল গান্ধীকে ভগবান কৃষ্ণের চরিত্রে এবং উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় রাইকে অর্জুনের চরিত্রে দেখানো হয়েছে। এ ছাড়া পোস্টারে শ্রীমদ্ভাগবত গীতার একটি শ্লোক – ‘যদা ইয়াদা হি ধর্মস্য গ্লাননির্ভবতী ভারত’। ‘অভ্যুত্থানামধর্মস্য তদাত্মাত্মনম্ শ্রীজাম্যম্’ রচিতও হয়েছে। এছাড়াও পোস্টে সন্দীপ শুক্লার একটি ছবি রয়েছে। সন্দীপ পেশায় একজন আইনজীবী এবং ইউপিসিসির সদস্যও। […]


আরও পড়ুন যেন এক টুকরো মহাভারত, 'শ্রীকৃষ্ণ' রূপে রাহুল গান্ধী, শহরে পোস্টারিং ঘিরে শোরগোল

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম